ব্রেকিং নিউজ
মসজিদে তালা দিয়ে অগ্নিসংযোগ করে ১১ মুসল্লিকে হত্যা ক্যান্সার আক্রান্ত স্কুলছাত্রের চিকিৎসা সহায়তায় এগিয়ে এলেন "সুন্দরবন নিউজ" ‘কেস খেলবা, আসো অভিনেত্রী নিপুণকে ডিপজল হাদিসের প্রভাষক শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ সুধা রানীর ইভটিজিংয়ের মিথ্যা অভিযোগ দেওয়ায় জাবি ছাত্রীকে অর্থদণ্ড এবং দুই ছাত্র বহিষ্কার খুলনা পাইকগাছায় ২১বছর পর ৫৫টি পরিবার পেল নতুন যাতায়াতের রাস্তা
×

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি
প্রকাশ : ২০/৩/২০২৪, ৬:৪৪:৫৯ PM

পঞ্চগড়ে দুইটি অবৈধ ইটভাটাকে ১ লক্ষ টাকা জরিমানা

পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে দুইটি অবৈধ ইটভাটাকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার (২০ মার্চ ) পঞ্চগড় পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের, যৌথ উদ্যোগে এই অভিমান পরিচালোনা করা হয়

পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে দুইটি অবৈধ ইটভাটাকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার (২০ মার্চ ) পঞ্চগড় পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের, যৌথ উদ্যোগে এই অভিমান পরিচালোনা করা হয় ।

জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল-আল-মামুন কাওসার শেখ এই অভিমানের নেতৃত্ব প্রদান করেন । এসময় মেসার্স বি*বি ব্রিকস নামক ইটভাটাকে ৫০ হাজার টাকা ও মেসার্স পিডিপি ব্রিকস নামক ইটভাটাকে ৫০ হাজার টাকা সহ মোট ১ লক্ষ টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয় । এ অভিযানে পঞ্চগড় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. ইউসুফ আলী প্রসিকিটর হিসেবে দায়িত্বপালন করেন।


এসময় জেলা পুলিশের, একদল পুলিশ সদস্য ও দেবীগঞ্জ  ফায়ার সার্ভিস  সিভিল ডিফেন্সের, একদল সদস্য অভিযান পরিচালনায় সক্রিয়ভাবে সহযোগিতা করেন। এ ধরনের অভিমান পরিবেশ অধিদপ্তর, পক্ষ থেকে অব্যহত থাকবে বলেও জানানো হয় ।